ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

 জানা-অজানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ঃ


০১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে??

=> ১৯২১ সালের ১ জুলাই। 


০২.ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি? 

=>নাথান কমিশন 


০৩. নাথান কমিশন কতজন সদস্য ছিল? 

=> ১৪ জন।


০৪. নাথান কমিশন কত সালে গঠিত হয়? 

=>১৯১২ সালে। 


০৫. ঢাকা বিশ্ববিদ্যালয় কত একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছিল? 

=> ৬০০ একর (প্রতিষ্ঠাকালীন)। 


০৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি কে দান করেছিলেন? 

=> নবাব স্যার সলিমুল্লাহ। 


০৭. প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কতটি বিভাগ ছিল? 

=> ১২ টি। 


০৮. প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ কতটি ছিল? 

=> ৩ টি। (কলা, বিজ্ঞান, আইন ) 


০৯.ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন? 

=> করুণাকণা গুপ্তা, ইতিহাস বিভাগ। 


১০. বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন? 

=> লীলা নাগ 


১১. বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? 

=> আইন বিভাগ 


১২. বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? 

=> ইতিহাস বিভাগের। 


১৩.বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? 

=> বাংলা বিভাগের। 


১৪.  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে ছিলেন 

=>পি. জে হার্টস


 ১৫.ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান এবং উপমহাদেশের প্রথম ভিসি কে ছিলেন ?

=>স্যার এফ রহমান


 ১৬.ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় কত বই আছে?

 =>১০ লক্ষাধিক। 


 ১৭.ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত মধুর ক্যান্টিন কবে প্রতিষ্ঠিত হয় ?

=>১৯০৬ সালে


১৮. বাংলাদেশে এখন পর্যন্ত মোট রাষ্ট্রপতি কতজন ঢাকা বিশ্ববিদ্যালয়? 

=>১৪ জন


১৯.বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়? 

=> ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের। 


২০. স্বাধীন বাংলাদেশের রূপরেখা কোথায় তৈরি হয়? 

=> ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে।

মন্তব্যসমূহ