পোস্টগুলি

the things you can see only when you slow down pdf file free download

The thing you can see only when you slow down pdf  download: Click on the link below, (কপি করার মত চেপে ধরুন) https://drive.google.com/file/d/1KrSdJqObHa9Y41XFed6vm9xlF1xLyTIS/view?usp=drivesdk

সাধারন জ্ঞান ও বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তর।

 বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তর--- - ১। জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে? --- ২ ফেব্রুয়ারি ২। বাংলাদেশে বর্তমানে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা কতজন ? -- ৫ জন ৩। বাংলাদেশ কততম দেশ হিসেবে সাবমেরিন ক্ষমতাধর দেশ হয়? -- ৪১ তম ৪। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? -- যুক্তরাজ্য ( লন্ডন ভিত্তিক )  ৫। বাংলাদেশ কততম দেশ হিসেবে পরমাণু ক্লাবে যোগদান করে? --৩২ তম  ৬। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট স্থাপন করা হয় কত ডিগ্রী দ্রাঘিমা রেখায়? -- 119.1 ডিগ্রী ৭। কত সালে বাংলাদেশ সরকার বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দান করে?-- ২০১৬ সালে  ৮। জাতীয় ভোটার দিবস কবে ? --- ১ মার্চ  ৯। যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল ভোটের সংখ্যা কত? -- ৫৩৮ টি ১০। এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা ? --যুক্তরাষ্ট্রের  ১১। ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়? -- লন টেনিস  ১২। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?-- নিউইয়র্কে  ১৩। বিশ্ব পানি দিবস কবে ? --২২ মার্চ  ১৪।জাতিসংঘের কার্যকরী পরিষদ কোনটি ?--নিরাপত্তা পরিষদ ১৫। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন?--আব্দুস সাত্ত...

ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়, কিভাবে আপনি ত্বক সুন্দর ও ফর্সা করবেন?

 ঘরোয়া পদ্ধতিতে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করার উপায়:-  **লেবুর রস ও গুঁড়া দুধ এর হোয়াইটেনিং ফেইস প্যাক: একটি পাত্রে 1 চা চামচ গুড়া দুধ 2 চা চামচ লেবুর রস এবং হাফ চা চামচ মধুর সাথে মিশিয়ে নিন এবার পুরো মুখে 10 মিনিট রেখে ধুয়ে ফেলুন ত্বক পরিষ্কার হওয়ার সাথে সাথে আগের তুলনায় অনেক উজ্জ্বল হয়ে উঠবে সব ধরনের ত্বকের এই প্যাক ব্যবহার করা যাবে লেবুতে থাকা প্রাকৃতিক উপাদান আর মধু ও দুধের সাথে মিশে ত্বক ফর্সা করে তুলতে সাহায্য করে। তেমন কোনো বাড়তি ঝামেলা নেই আর উপাদানগুলো প্রত্যেকের রান্নাঘরে কম বেশি থাকে আর একটি কথা নিয়মিত এই প্যাক লাগালে ত্বকে ব্রণ সমস্যা দূর হবে।

হরমোন কি, হরমোন শরীরের জন্য কেন প্রয়োজন?

 হরমোন সম্পর্কে সাধারণ ধারণা [General Idea of Hormones]:- জীবদেহের যে জৈব-রাসায়নিক পদার্থ সারা দেহে রাসায়নিক সমন্বয়সাধন করে তাকেই হরমোন বলা হয় । হরমোন সাধারণত বিশেষ ধরনের কোষ, কলা এবং অন্তঃক্ষরা বা অনালগ্রন্থি থেকে ক্ষরিত হয় । ওই জৈব-রাসায়নিক পদার্থ সাধারণত প্রাণীদের ক্ষেত্রে রক্ত ও লসিকার মাধ্যমে এবং উদ্ভিদের ক্ষেত্রে জল ও কলারসের মাধ্যমে উত্স স্থল থেকে দূরবর্তী স্থানে বাহিত হয়ে ওই অঞ্চলের কলা-কোষের বিপাক নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায় । হরমোন প্রধানত প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, স্টেরয়েড প্রভৃতির সমন্বয়ে গঠিত । উত্স স্থল ছাড়া দেহের অন্য কোথাও হরমোন সঞ্চিত হয় না । হরমোন কথাটি গ্রিক শব্দ হরম্যাসিন [Hormacin] বা হরমাও [Hormas] থেকে উত্পত্তি হয়েছে, যার অর্থ জাগ্রত করা বা উত্তেজিত করা । 1905 খ্রিস্টাব্দে বেলিস [Bayliss] এবং স্টারলিং [Starling] নামে দুই বিজ্ঞানী জীবদেহে প্রথম হরমোনের উপস্থিতির কথা উল্লেখ করেন । • সংজ্ঞা:- প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড বা স্টেরয়েডধর্মী যে জৈব-রাসায়নিক পদার্থ, জীবদেহের কোনও বিশেষ কোষগুচ্ছ অথবা অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি থেকে স্বল্পমাত্রায় ক্ষরিত ...

পদ্মা সেতুর সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান।

 পদ্মা সেতু:- জেনে রাখা ভাল ১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী? উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। ২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? উত্তর : ৬.১৫ কিলোমিটার। ৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত? উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক। ৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়? উত্তর : নিচ তলায়। ৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার? উত্তর : ৩.১৮ কিলোমিটর। ৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার? উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার। ৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার? উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর। ৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত? উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। ৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত? উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা। ১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন? উত্তর : প্রায় ৪ হাজার। ১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি? উত্তর : ৮১টি। ১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত? উত্তর : ৬০ ফুট। ১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত? উত্তর : ৩৮৩ ফুট। ১৪. প্রশ্ন :...