ত্বক ফর্সা করার ঘরোয়া উপায়, কিভাবে আপনি ত্বক সুন্দর ও ফর্সা করবেন?

 ঘরোয়া পদ্ধতিতে ত্বক উজ্জ্বল এবং সুন্দর করার উপায়:-

 **লেবুর রস ও গুঁড়া দুধ এর হোয়াইটেনিং ফেইস প্যাক: একটি পাত্রে 1 চা চামচ গুড়া দুধ 2 চা চামচ লেবুর রস এবং হাফ চা চামচ মধুর সাথে মিশিয়ে নিন এবার পুরো মুখে 10 মিনিট রেখে ধুয়ে ফেলুন ত্বক পরিষ্কার হওয়ার সাথে সাথে আগের তুলনায় অনেক উজ্জ্বল হয়ে উঠবে সব ধরনের ত্বকের এই প্যাক ব্যবহার করা যাবে লেবুতে থাকা প্রাকৃতিক উপাদান আর মধু ও দুধের সাথে মিশে ত্বক ফর্সা করে তুলতে সাহায্য করে। তেমন কোনো বাড়তি ঝামেলা নেই আর উপাদানগুলো প্রত্যেকের রান্নাঘরে কম বেশি থাকে আর একটি কথা নিয়মিত এই প্যাক লাগালে ত্বকে ব্রণ সমস্যা দূর হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

10 Munites IELTS course Video Link (Academic)

University Admission: Unit B Udvash Master Classes

এইচএসসি ২০২৪ সালের আইসিটি পরীক্ষার প্রশ্ন ও তার উত্তর।