ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
জানা-অজানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ঃ ০১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?? => ১৯২১ সালের ১ জুলাই। ০২.ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি? =>নাথান কমিশন ০৩. নাথান কমিশন কতজন সদস্য ছিল? => ১৪ জন। ০৪. নাথান কমিশন কত সালে গঠিত হয়? =>১৯১২ সালে। ০৫. ঢাকা বিশ্ববিদ্যালয় কত একর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছিল? => ৬০০ একর (প্রতিষ্ঠাকালীন)। ০৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি কে দান করেছিলেন? => নবাব স্যার সলিমুল্লাহ। ০৭. প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কতটি বিভাগ ছিল? => ১২ টি। ০৮. প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ কতটি ছিল? => ৩ টি। (কলা, বিজ্ঞান, আইন ) ০৯.ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা শিক্ষক কে ছিলেন? => করুণাকণা গুপ্তা, ইতিহাস বিভাগ। ১০. বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন? => লীলা নাগ ১১. বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? => আইন বিভাগ...